একুশে বইমেলা

বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা হয়েছে। দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান সোপান পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মিজান স্বপন।

Advertisement

বই প্রসঙ্গে লেখক খায়রুল বাশার আশিক বলেন, ‘সাংবাদিক হিসেবে চলমান ঘটনাগুলোর ওপর নজর রাখা আমার পেশাগত দায়িত্বের অংশ ছিল। দেশের প্রতিটি মানুষের মতো আমি-আমরা ব্যস্ত ছিলাম পুরো বিষয়ের ওপর নজর রাখায়। সেই সূত্রেই সাক্ষী হলাম সরকার পতন ইতিহাসের।’

আরও পড়ুন

রকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’ কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই অভিযানের সূচনা থেকে কোন দিন কী ঘটেছে, কোন ঘটনা কী ধরনের আলোচনা সৃষ্টি করেছে, সরকার কেন বেকায়দায় পড়েছিল, কীভাবে শেখ হাসিনা পলায়ন করেন এবং গণমাধ্যমের কাভারেজ কী ছিল- সেসব বিষয় লিপিবদ্ধ ও সংরক্ষণের তাগিদ থেকে লেখা।’

Advertisement

প্রকাশক আলতাফ হোসেন বলেন, ‘লেখক বইটিতে কোটা আন্দোলন থেকে ফ্যাসিস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন। যারা এই ইতিহাস অনুধাবন ও সংরক্ষণের প্রয়োজন অনুভব করেন বা আগামীতে করবেন; তাদের জন্য বইটি বেশ সহায়ক হবে। সময়ের প্রয়োজনে এমন একটি তথ্যবহুল বই জাতির সামনে তুলে ধরায় লেখক খায়রুল বাশার আশিককে ধন্যবাদ।’

অমর একুশে বইমেলার ৫৬০ নম্বর স্টল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে ‘নিপাতের দিনলিপি’ বইটি পাওয়া যাবে।

এসইউ/এমএস

Advertisement