বিনোদন

সুস্থ হয়েই নতুন দেশের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

শারীরিকভাবে খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। সুস্থ হয়েই নতুন গানে কন্ঠ দিয়েছেন তিনি। দেশের এই গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।

Advertisement

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা।

গতকাল সাবিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।

এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা- এ অভিজ্ঞতা কখনো ভুলবো না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

Advertisement

আরও পড়ুন: মঞ্চ থেকে হাসপাতালে সাবিনা ইয়াসমিন, অবশেষে বাসায় সকালেও গোসলখানায় পড়ে গিয়েছিলেন সাবিনা শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরছেন সাবিনা ইয়াসমিন

দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সংগীতশিল্পী। ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

এমআই/এলআইএ/জেআইএম

Advertisement