দেশজুড়ে

বান্দরবান আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে (৩০০ নম্বর) প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।

Advertisement

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ একযুগেরও বেশি সময় পর বান্দরবান আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণায় নড়েচড়ে বসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোও। জেলার নাইক্ষ্যংছড়ি, লামা এবং সদর উপজেলায় জামায়াতের আলাদা ভোট ব্যাংক রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের পর বান্দরবানে জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতের অবস্থান তৃতীয়।

নয়ন চক্রবর্তী/এসআর/এমএস

Advertisement