খেলাধুলা

শিরোপা জিততে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিলো চিটাগং

ফাইনালে এসে দারুণভাবে জ্বলে উঠলেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। পারিশ্রমিক ইস্যুতে এই পারভেজ হোসেন ইমনকে নিয়ে অনেক নাটক অনুষ্ঠিত হয়েছিলো। অথচ, সেই ইমনই ব্যাট হাতে আজ ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন।

Advertisement

টস জিতে চিটাগংকে ব্যাট করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। ৪৯ বল মোকাবেলা করে খেললেন ৭৮ রানের অনবদ্য ইনিংস। তার এই রানের ওপর ভর করে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং।

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং কিংস। পারভেজ হোসেন ইমনের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই তোলে ৫৭ রান। দশ ওভারে ৯০ রান তোলেন ইমন আর খাজা নাফে মিলে।

৩০ বলে ফিফটি করেন ইমন। রিশাদ হোসেনকে ছক্কা মেরে ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন আরেক ওপেনার নাফে। ১১ ওভারে ১০০ পূরণ করে চিটাগং। বরিশালের বোলাররা কিছুতেই কিছু করতে পারছিলেন না।

Advertisement

অবশেষে ১৩তম ওভারে এসে ১২১ রানের ওপেনিং জুটিটি ভাঙেন এবাদত হোসেন। ৪৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৬ করে আউট হন খাজা নাফে। এরপর ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে দিয়ে যান গ্রাহাম ক্লার্ক। ২ বলে ২ রানেই ফেরেন শামীম পাটোয়ারী।

পারভেজ ইমন অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৪৯ বলে ৬ চার আর ৪ ছক্কায় বাঁহাতি এই ওপেনার করেন ৭৮ রান।

এমএমআর/আইএইচএস/

Advertisement