জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি জেগে উঠেছে। ফ্যাসিবাদের সব চিহ্নকে এই জাতি নিশ্চিহ্ন করে দেবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের মৌলভীবাজার জেলা শাখার যুব বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।
Advertisement
জামায়াত নেতা এহসানুল মাহবুব বলেন, ‘আজকে জাতি ঐক্যের মাধ্যমে প্রমাণ করেছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যত আক্রমণাত্মক হোক, যত খুন আর গুম করুক, যতগুলো আয়নাঘর তৈরি করুক, যতগুলো ক্রসফায়ার করুক; কোনো কিছু দিয়ে তাদের শেষ করা সম্ভব হয় না। এই জাতি যখন জেগে ওঠে, তখন আর তাদের দমাতে কেউ পারে না।’
যুব বিভাগ মৌলভীবাজার জেলার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক আমির আব্দুল মান্নান, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামীর আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহিন প্রমুখ।
এরআগে সকাল থেকে দিনব্যাপী মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সাবেক সদস্য ও সাথীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
Advertisement
ওমর ফারুক নাঈম/এসআর/এমএস