৭ ফেব্রুয়ারি থেকে শুরু 'ভ্যালেন্টাইন উইক'। এই সপ্তাহের প্রথম দিন আজ। সে হিসেবে আজ রোজ ডে। অপর দিকে অমর একুশে বইমেলার সপ্তম দিন। আর দিনটি আজ শুক্রবার। ফলে দিবসের মাহাত্ম্য কিংবা শুক্রবার যা-ই হোক না কেন। জনতার সব স্রোত যেন আজ বইমেলায়।
Advertisement
বিকেলের লাল সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অংশের গেট দিয়ে প্রবেশ করতেই লাইনে দাঁড়াতে হচ্ছে। বিশাল লম্বা সেই লাইন। তরুণদের উল্লাস তরুণীদের হাসি এক অন্যরকম আবহ সৃষ্টি করেছে।
লাইনে দাঁড়াতে চোখে পড়লো কারো হাতে কিংবা খোপায়। সেখানে লাল গোলাপ শোভা পাচ্ছে। বইমেলা এবং গোলাপ ফুল মিলেমিশে একাকার। লাইন ঠেলে ঠেলে মেলা প্রাঙ্গণে প্রবেশ করলে হারিয়ে যেতে হয় জনস্রোতে। কমবেশি সবার হাতেই রং-বেরঙের ফুল। তাতে গোলাপের আধিক্য লক্ষ্য করা যায়।
শুক্রবার হিসেবেও স্টলে স্টলে ভিড়। কেউ বই কিনছেন। কেউ নেড়েচেড়ে দেখছেন। কোনো কোনো লেখকের বই স্টক আউট হয়ে যাচ্ছে। এমনই চিত্র চোখে পড়লো কিংবদন্তী পাবলিকেশনের স্টলে। হাসান ইথারের কাব্যগ্রন্থ 'প্রশ্ননামা' স্টলে নেই। বই নিয়ে মেলার দিকে ছুটছেন প্রকাশক। স্টলের ম্যানেজার আশিকুর রহমান বললেন, 'বই চলে আসবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন।'
Advertisement
মেলায় ঘুরতে ঘুরতে চোখ পড়লো একটি স্টলে। গোলাপ ফুল হাতে বই দেখছেন নয়ন নামের এক তরুণ। তিনি জানালেন, 'আজ রোজ ডে। তাই পঞ্চাশ টাকা দিয়ে গোলাপটি কিনেছি।' ছবি তুলতে চাইলে হাসিমুখে সম্মতি দিলেন। রোজ ডে উপলক্ষে এমন গোলাপ দেখা গেছে শিশুদের হাতেও।
ফুলের পরশ কিংবা বইয়ের আবেশ, যা-ই বলি না কেন; শুক্রবারের এই বইমেলা জমে উঠেছে। তবে দেখার বিষয়, সকাল ১১টায় শুরু হওয়া বইমেলায় কী পরিমাণ বই বিক্রি হয়।
এসইউ/এমএস
Advertisement