ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি বাজারে ঢুকে এ দোয়া পড়ে,
Advertisement
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকা লাহূ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুওয়া হাইয়ুন লা ইয়ামূতু বিয়াদিহিল খয়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদীর
অর্থ: আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তাঁরই রাজত্ব, তাঁরই প্রশংসা, তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব, কক্ষনো মৃত্যুবরণ করবেন না। তাঁর হাতেই কল্যাণ এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাশীল।
Advertisement
আল্লাহ তা’আলা তার জন্য দশ লক্ষ সাওয়াব লেখেন, দশ লক্ষ গুনাহ মিটিয়ে দেন, তাকে দশ লক্ষ মর্যাদা উচ্চতায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। (সুনানে তিরমিজি)
হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বাজারে গেলে এই দোয়া পড়তেন,
بسمِ اللهِ اللهمَّ إِنَّي أسألُكَ خيرِ هذِهِ السوقِ وخيرِ ما فيها وأعوذُ بكَ من شرِّها وشرِّ ما فيها اللهمَّ إِنَّي أعوذُ بكَ أنْ أُصيبَ فيها يمينًا فاجِرَةً أوْ صفْقَةً خاسِرَةًউচ্চারণ: বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাজিহিস-সূকি ওয়া খাইরা মা ফিহা ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাতান আও সাফাকাতান খাসিরাহ।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে এই বাজারের এবং এর ভেতরে থাকা সব কিছুর কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার আশ্রয় চাই এই বাজারের অকল্যাণ এবং এর ভেতরে থাকা সব কিছুর অকল্যাণ থেকে। হে আল্লাহ! আমি এই বাজারে পাপের কসম ও লোকসানের সওদা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। (মুসতাদরাকে হাকেম)
Advertisement
বিভিন্ন প্রয়োজনে প্রায় প্রতিদিনই আমরা দোকান, বাজার বা মার্কেটে যাই। এ দোয়াগুলো পাঠ করে আমরা খুব সহজেই বিপুল পরিমাণ সওয়াব লাভ করতে পারি এবং বাজারে থাকাকালীন দীন ও দুনিয়ার ক্ষতি থেকে বেঁচে যেতে পারি।
ওএফএফ/জিকেএস