ধর্ম

নিজের ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইতে হবে?

ইসলাম আমাদের উত্তম সংস্কৃতি ও আদব শিক্ষা দিয়েছে। যেমন কারও ঘরে প্রবেশ করার সময় কী করা উচিত, কীভাবে সালাম দিয়ে অনুমতি চাওয়া উচিত এ ব্যাপারে কোরআনে আল্লাহ সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,

Advertisement

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِکُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَ تُسَلِّمُوۡا عَلٰۤی اَهۡلِهَا ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ

হে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে তাদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না; এটাই তোমাদের জন্য শ্রেয়, হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। (সুরা নুর: ২৭)

নবিজিও (সা.) তার সাহাবিদের এই আদবগুলো শিক্ষা দিয়েছেন। কেউ ভুল করলে সংশোধন করে দিয়েছেন। এক সাহাবি একবার সালাম না দিয়েই নবিজির (সা.) দরবারে ঢুকে গেলেন। নবিজি (সা.) বললেন, তুমি আবার বাইরে গিয়ে সালাম দাও এবং বলো আমি কি আসতে পারি? (সুনান আব দাউদ, সুনান তিরমিজি)

Advertisement

অনুমতি নেওয়ার এই নির্দেশ ও আবশ্যকীয়তা প্রধানত অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য। ওপরে উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি না নিয়ে প্রবেশ করো না’। এ থেকে বোঝা যায় নিজের ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া আবশ্যক নয়।

সাধারণ অবস্থায় নিজের ঘরে যদি কেউ না থাকে বা শুধু নিজের স্ত্রী ও শিশু সন্তানরা থাকে, তাহলে নিজের ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া আবশ্যক নয়। যেহেতু এ রকম ক্ষেত্রে ঘরে ঢুকে দেখা নিষিদ্ধ এ রকম কোনো কিছু দেখে ফেলার সম্ভাবনা নেই। সাহল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, অনুমতি নেওয়া আবশ্যক করা হয়েছে নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

তবে উত্তম হলো ঘরে শুধু স্ত্রী থাকলেও হঠাৎ ঢুকে না পড়া, বরং গলা খাঁকারি, পায়ের আওয়াজ অথবা অন্য কোনো উপায়ে অবগত করে প্রবেশ করা। জয়নব সাকাফী (রা.) (আবদুল্লাহ ইবনে মাসউদের (রা.) স্ত্রী) বলেন, আবদুল্লাহ যখন কোনো প্রয়োজন সেরে দরজায় এসে পৌঁছতেন তখন গলা খাঁকারি দিতেন এবং থুথু ফেলতেন। যেন অকস্মাৎ আমাদেরকে এমন কোনো অবস্থায় দেখে না ফেলেন যা তার খারাপ লাগবে। (তাফসিরে তাবারি)

আর নিজের ঘরে যদি স্ত্রী ছাড়া অন্য কেউ থাকে যার সতর দেখা তার জন্য নাজায়েজ, তাহলে নিজের ঘরে প্রবেশ করার সময়ও অনুমতি নিতে হবে।

Advertisement

হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, হাদিসে নবিজির বাণী ‘অনুমতি নেওয়া আবশ্যক হয়েছে নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য’ থেকে বোঝা যায় যে নিজের ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন নেই। কারণ অনুমতি নেওয়া যে কারণে আবশ্যক করা হয়েছে সেটি এখানে অনুপস্থিত। হ্যাঁ, যদি এমন নতুন কিছু ঘটে যে কারণে অনুমতি চাওয়ার বিষয়টি প্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে অনুমতি প্রার্থনার বিধান প্রযোজ্য হবে। (ফতহুল বারি)

ওএফএফ/জেআইএম