দেশজুড়ে

গাইবান্ধায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

সারা দেশে এক্সকাভেটর কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

Advertisement

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়েছে। পরে এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন মিরসরাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিলো ছাত্র-জনতা 

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়।

এ সময় বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র জনতারা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও আমরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দেবো।

Advertisement

এ এইচ শামীম/এমআরএম