প্রবাস

মালদ্বীপে বাংলাদেশিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর

মালদ্বীপে এক নেপালি যুবকের ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি মো. রাহিজ মিয়ার অবস্থা গুরুতর। তিনি দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মালদ্বীপের রাজধানী শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে দুপুর ১২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মালদ্বীপের পুলিশ।

গুরুতর আহত প্রবাসী বাংলাদেশির বয়স আনুমানিক ৫০ বছর। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্যমতে, ‘থাসিরু ক্যাফে’ বাংলাদেশি রাহিজের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতেন ওই নেপালি যুবক। কথাকাটাকাটি ও হাতাহাতির পর ক্যাফের রান্নাঘরে থাকা চাকু দিয়ে রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ওই নেপালি। এ সময় দু’জনই ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে দ্রুত দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে প্রবাসীকে দেখতে গিয়েও দেখা হয়নি। কারণ তার অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে তাকে।

এমআরএম