ফরিদপুরে মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে মহানগর কৃষকদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে বহিষ্কার ও অন্যজনের পদ স্থগিত করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফরিদ শেখকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ফরিদপুর মহানগর শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহিরের পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ৩ দিনের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দিতে বলা হয়েছে।
Advertisement
এ বিষয়ে বহিষ্কৃত ফরিদ শেখ জানান, জহিরুলের সমর্থক জাফর শেখ আমার সমর্থক খসরুর একটি মোবাইল ছিনিয়ে নেন। সেটি ফেরত চাওয়ায় জহিরুল ও জাফর মিলে তাদের ওপর হামলা চালান।
পদ হারানো জহুরুল ইসলাম জহির বলেন, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া বাজারে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও একই কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।
এন কে বি নয়ন/এএইচ/এএসএম
Advertisement