জাতীয়

কালুরঘাট সেতুর টোল ইজারা বাতিলের দাবি যাত্রী কল্যাণ সমিতির

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর ব্রিটিশ সরকার নির্মিত শতবর্ষী পুরোনো কালুরঘাট সেতুতে নতুন করে টোল আদায়ের ইজারা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

Advertisement

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

মোহাম্মেল হক চৌধুরী বলেন, দেশের ইতিহাসে মেয়াদোত্তীর্ণ সেতুতে শত বছর ধরে টোল আদায়ের নিয়ম নেই। দেশের শত শত সেতুতে নির্মাণ খরচ উঠে যাওয়ার পর টোল উঠিয়ে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পাশাপাশি নির্মাণ খরচ উঠে যাওয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবির প্রেক্ষিতে বিগত সরকার এক দশক আগে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতুসহ দেশের বিভিন্ন সেতুর টোল সরকার উঠিয়ে নিয়েছে।

আরও পড়ুন

Advertisement

টিকিট কেটে উঠতে হবে, যত্রতত্র ওঠানামা করা যাবে না ১০ গুণ বাড়তি ব‍্যয়ের কালুরঘাট রেল সেতু উঠছে একনেকে

তিনি বলেন, কালুরঘাট সেতুর নির্মাণ খরচ ৭০ থেকে ৮০ বছর আগে উঠে গেছে। চট্টগ্রাম শহরের চান্দগাঁও-বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু বহু আগেই মেয়াদোত্তীর্ণ সেতুতে পরিণত হয়েছে। বিগত সরকার এখানে নতুন সেতু নির্মাণের জন্য নানান সময়ে নানানভাবে প্রতিশ্রুতি দিলেও সেতুটি নির্মাণে তাল-বাহানা করায় এই দাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মোজাম্মেল হক বলেন, স্বৈরাচারের দোসর এক প্রতিষ্ঠান রেল কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ সেতুটিতে গলাকাটা হারে টোল আদায় করে আসছিল। ৫ আগস্ট সরকার পতনের পর তারা পালিয়ে গেলে এই সেতুর টোল আদায় বন্ধ হওয়ায় জনমনে স্বস্তির সুবাতাস মিলেছে। আবারও একই প্রতিষ্ঠান রেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে টোল আদায়ের ইজারা পাওয়ায় টোলের নামে নৈরাজ্য চালাতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে শতবর্ষী পুরোনো মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কর কালুরঘাট সেতুতে নতুন করে টোল আদায় শুরু হওয়ায় মানুুষের যাতায়াতের দুর্ভোগ আরেক দফা বেড়েছে। সে কারণে অবিলম্বে এই সেতুর টোল ইজারা বাতিল ও নতুন সেতু নির্মাণের কার্যক্রম শুরু করার দাবি জানান মোহাম্মেল হক চৌধুরী।

এমএমএ/ইএ

Advertisement