দেশজুড়ে

সাভারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় দুজন গ্রেফতার

সাভারে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভার স্ট্যান্ডের দিলকুশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাভারের জ্বালেশ্বর এলাকার ইউসুফ আলী মৃধার ছেলে রুবেল (২৮) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সেমটি গ্রামের মোহাম্মদ মাসুদ খানের ছেলে আলিফ (১৯)।

পুলিশ জানায়, গভীর রাতে শেখ মুজিবুর রহমানের পোস্টার এবং লিফলেট বিতরণের চেষ্টা করেন রুবেল ও আলিফ। এসময় সাভার থানার টহল পুলিশের নজরে পরলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Advertisement

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/জিকেএস