পটুয়াখালীর কুয়াকাটায় এলজিইডি কর্তৃপক্ষের পরিত্যক্ত একটি ভবন স্থানীয় ও পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনটির বেশ কয়েকটি পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের বিভিন্ন অংশ খসে খসে পড়ছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ভবনটি।
Advertisement
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শেষ প্রান্তে কুয়াকাটা খাস পুকুরের পাড়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ডাক বাংলো। তিনতলা ভবনটি বেশ কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি। এরপর থেকে ভবনে কেউ বসবাস করছেন না। ঝুঁকিপূর্ণ ভবনটির পশ্চিম পাশে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক, দক্ষিণে পৌরসভার সড়ক এবং পূর্বপাশে লতাচাপলি সরকারী প্রাথমিক বিদ্যালয়। দুই পাশের সড়ক দিয়ে স্থানীয় মানুষ ও পর্যটকদের নিয়মিত যাতায়াত রয়েছে।
সরেজমিন দেখা যায়, ভবনের বেশ কিছু কলাম এবং পিলারে বড় বড় ফাটলের পাশাপাশি রড বের হয়ে গেছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটি। ভয় আর আতঙ্ক নিয়ে ভবনের পাশ দিয়ে চলাচল করছে মানুষ।
কুয়াকাটার স্থানীয় বাসিন্দা আলমাস শিকদার বলেন, ‘ভবনটি দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা দেখছি না।’
Advertisement
এ বিষয় পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, ভবনটি ভাঙার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ভবনটি অপসারণে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আবদুস সালাম আরিফ/এসআর/জেআইএম