বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের অন্য দেশে স্থায়ীভাবে সরিয়ে দিয়ে পুরো উপত্যকা যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তার এই প্রস্তাব সামনে আসতেই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, চীন, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ও সংগঠন।
গাজা দখলে ট্রাম্পের ‘চোখ কপালে তোলা’ পরিকল্পনাগাজায় যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ উচ্ছেদ করে অঞ্চলটির দখল যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার দাবি, গাজাকে মধ্যপ্রাচ্যের ‘রিভিয়েরা’ বা বিলাসবহুল পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে।
আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যুবিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ঘোড়দৌড়, বিপুল পরিমাণ সম্পদ এবং বিশ্বজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ পরিচিত। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
Advertisement
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে রের্কড সর্বোচ্চ হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের পর সোনার দাম বেড়ে গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দুই হাজার ৮৫৫ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ দুই হাজার ৮৫৮ দশমিক ১২ ডলার হয়।
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারতযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর থেকেই বাণিজ্য নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধেও তিনি বাণিজ্য সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও। এ অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে নয়াদিল্লি। তবে, তাদের এই পদক্ষেপ ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
অবৈধ ভারতীয়দের নিয়ে পাঞ্জাবে মার্কিন সামরিক বিমানের অবতরণযুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা প্রায় ১০০ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একটি মার্কিন সামরিক বিমান ওই অবৈধ অভিবাসীদের নিয়ে পাঞ্জাবের একটি বিমানবন্দরে অবতরণ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে টেক্সাস থেকে যাত্রা করে ওই সামরিক বিমানটি।
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল ৮ ফেব্রুয়ারিদিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ৫৭ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। নির্বাচনি তফসিল অনুযায়ী ৮ ফেব্রুয়ারি হবে ভোট গণনা। এরপরই জানা যাবে, আগামী ৫ বছর কে শাসন করতে চলেছেন দিল্লি।
Advertisement
ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অবশ্য এর জেরে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ও সুনামির শঙ্কাও সৃষ্টি হয়নি। বুধবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিশান-হোন্ডার একীভূতকরণ আলোচনা স্থগিতএক হয়ে যাওয়ার আলোচনা স্থগিত করেছে জাপানের দুই প্রধান অটোমোবাইল নির্মাতা নিসান মোটর ও হোন্ডা মোটর। উভয় কোম্পানির মধ্যে একীভূতকরণের শর্তাবলী নিয়ে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।
সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০সুইডেনের পশ্চিমাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা বলে উল্লেখ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটেরসন। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ১২টা ৩৩ মিনিটে দেশটির ওরেব্রো শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনকলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই গোটা বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়ায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কেএএ/জিকেএস