দেশজুড়ে

খুলনায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

খুলনায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর করেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি এক্সকাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকেন ‘শেখ বাড়ির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’।

সরেজমিনে দেখা যায়, খুলনা সিটি করপোরেশনের দুটি এক্সকাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকেন ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ‌‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ পোস্ট দেন।

Advertisement

বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। ৪ আগস্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রণ করা হতো খুলনাসহ পুরো দক্ষিণাঞ্চল। এই শেখ বাড়ি খুলনার সকল অপকর্মের আস্তানা ছিল। এই বাড়ির প্রত্যেকটি ইটে নির্যাতিত সাধারণ মানুষের রক্ত রয়েছে। এই শেখ বাড়ির লোকজন সব সময় সাধারণ মানুষদের অত্যাচার করেছে।

সমন্বয়ক নিশি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। ছাত্র-জনতা থেমে নেই। যে কোনো অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে সবসময় ছাত্র জনতা রুখে দাঁড়াবে। তারই ধারাবাহিকতায় আজকে শেখ বাড়ি আমরা গুঁড়িয়ে দিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার মুখ্য সংগঠক আজিম ইসলাম জিম বলেন, এই বাড়িকে কেন্দ্র করে সব অপকর্ম হতো। শুধু শেখ বাড়ি না শেখ হাসিনার আত্মীয়-স্বজনদের দখলে থাকা সব সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা হোক।

মো. আরিফুর রহমান/এসআর/এমআরএম

Advertisement