সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনসহ ৮ বিষয়ে একমত হয়েছে খেলাফত মজলিশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
Advertisement
বুধবার (৫ ফেব্রুয়ারি) পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপে এসব বিষয় উঠে আসে। খেলাফত মজলিসের পক্ষ থেকে রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার জন্য ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
যেসব বিষয়ে ঐকমত্য১। আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য গণঅভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।২। সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। ৩। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।৪। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।৫। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।৬। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা।৭। ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ’২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যাসহ খুন, গুম ও নির্যাতনে যারা জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
Advertisement
খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।
এএএম/এমএইচআর/জেআইএম