জাতীয়

নয়াদিল্লির আদলে ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বৃহত্তর ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার সংস্কার কমিশন।

Advertisement

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কমিশনের সুপারিশে বলা হয়েছে, রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিসেবার ব্যাপ্তির কথা বিবেচনা করে নয়াদিল্লির মতো ফেডারেল সিটি নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো।আরও পড়ুন

সাজাপ্রাপ্তকে ক্ষমা, রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ প্রশাসনে শূন্য পদ ছাড়া পদোন্নতি বন্ধের সুপারিশ সিভিল সার্ভিস পুনর্গঠন করে তিনটি পিএসসি গঠনের সুপারিশ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হবে জুলাই সনদ-নির্বাচনের দিনক্ষণ

অন্যান্য প্রদেশের মতো এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের’ আয়তন নির্ধারণ করা যেতে পারে বলে সুপারিশে বলেছে কমিশন। তবে ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা অন্যান্য উপজেলা নিয়ে ভালো থাকবে। অপরদিকে, রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে।

Advertisement

এমইউ/এমএএইচ/জিকেএস