৫৪ বলে ১৩৫ রান! মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বিধ্বংসী এক ইনিংস খেলেই টি-টোয়েন্টি ব্যাটার র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এলেন অভিষেক শর্মা। ভারতীয় এই ওপেনার লাফ দিয়েছেন ৩৮ ধাপ।
Advertisement
আজ (বুধবার) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অভিষেকের ওপরে আছে শুধু ট্রাভিস হেড। অস্ট্রেলীয় ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৫৫, অভিষেক তার থেকে ২৬ পয়েন্ট পিচিয়ে।
ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে আছেন আরও দুই ভারতীয়। তিনে তিলক ভার্মা, পাঁচে সূর্যকুমার যাদব। চার নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট।
ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্স দিয়ে বোলিংয়েও দুইয়ে উঠে এসেছেন এক ভারতীয়। ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া স্পিনার বরুণ চক্রবর্তী তিন ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে। ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন বরুণ।
Advertisement
রশিদের অবনমন হয়েছে। শীর্ষস্থান থেকে তাকে দুইয়ে নামিয়ে এখন টি-টোয়েন্টির এক নম্বর বোলার ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার আকিল হোসেন।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়াই ধরে রেখেছেন শীর্ষস্থান।
এদিকে গলে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড জয়ে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া স্টিভ স্মিথ তিন ধাপ এগিয়ে উঠেছেন পাঁচে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া উসমান খাজা ব্যাটিং র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১১ নম্বরে।
টেস্ট বোলিংয়ে অস্ট্রেলীয় স্পিনার নাথান লায়ন দুই ধাপ এগিয়ে ছয়ে ও বাঁহাতি পেসার মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন।
Advertisement
এমএমআর/জিকেএস