আইন-আদালত

আইন অনুষদের ডিন ড. শহিদুলের নিয়োগে স্থগিতাদেশ বহাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

Advertisement

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জিয়াউল হক ও ব্যারিস্টার বিভূতি তরফদার। জবি প্রশাসনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে জবি আইন অনুষদের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন নিয়োগের অফিস আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আইন অনুষদের ডিন নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করে জবি প্রশাসন।

Advertisement

গত ২৬ জানুয়ারি জবির রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫- এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইন অনুষদের নিয়োগ বাতিল হওয়া ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন।

এদিকে, ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত- ৪০‘খ’) অনুযায়ী জনাব খ্রিস্টিন রিচার্ডসন, সহযোগী অধ্যাপক, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, জবিকে গত ০৫/০৬/২০২৪ তারিখে জবি/প্রশা-১০(২)/২০০৭/৫৬৭ সংখ্যক স্মারকের অফিস আদেশের মাধ্যমে আইন অনুষদের ডিন নিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫- এর ২২(৫) ধারা মোতাবেক সঠিকভাবে প্রতিপালিত না হওয়ায় এই নিয়োগ বাতিল করা হলো।

এফএইচ/এএমএ

Advertisement