দেশজুড়ে

পলকের মুক্তি চেয়ে নাটোরে পোস্টারিং

নাটোরের সিংড়ার বিভিন্ন দেওয়ালে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিসংবলিত পোস্টারিং করা হয়েছে।

Advertisement

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের বাজার, বাসস্ট্যান্ড, চকসিংড়া ও শোলাকুড়া এলাকার দেওয়ালে এসব পোস্টার দেখা যায়।

পোস্টারে লেখা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানপূর্বক চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইদ আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই।’

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পলকের মুক্তির দাবিসংবলিত লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Advertisement

এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ ছাত্রলীগের ফেসবুক পেজ ও সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের ফেসবুকে অ্যাকাউন্টে শেয়ার করা হয়। পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে: সিংড়া উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের মুঠোফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

Advertisement