দেশজুড়ে

চিকিৎসককে মারধর করা যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইক্তার রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেকিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাসের ওপর হামলার অভিযোগ ওঠে পৌর যুবদলের নেতা ইক্তার রহমানের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হুসাইন মালিক/এসআর/এএসএম

Advertisement