বিনোদন

আর কখনো ক্যাপ্টেন আমেরিকা হবেন না ক্রিস ইভান্স

মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন আমেরিকা। এককভাবে এবং ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে বেশ কয়েকবার এই চরিত্রে হাজির হয়ে প্রশংসিত হয়েছেন অভিনেতা ক্রিস ইভান্স। অনেকে তাকে বাস্তব নামের চেয়ে ক্যাপ্টেন আমেরিকা নামেই বেশি চেনেন।

Advertisement

সর্বশেষ ‘ক্যাপ্টেন আমেরিকা ৪’ ছবিতে এই চরিত্রে থাকছেন না তিনি। নতুন করে চরিত্রে হাজির হতে যাচ্ছেন অ্যান্থনি ম্যাকি। এরপর থেকেই গুঞ্জন, আবার কবে চরিত্রটিতে ফিরবেন ক্রিস ইভান্স।

কিছুদিন আগে খবর এসেছিল এই অভিনেতা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবি দিয়ে ফিরে আসছেন। ডিসেম্বর মাসে ডেডলাইন এক রিপোর্টে জানিয়েছিল, তিনি মার্ভেলের পরবর্তী বড় টিম-আপ সিনেমায় সই করেছেন।

তবে একটি সাক্ষাৎকারে ক্রিস ইভান্স মুখ খুলেছেন ক্যাপ্টেন আমেরিকা প্রসঙ্গে। তিনি বলেন, ‘এটা সত্য নয়। প্রায়ই এ ধরনের খবর বের হয় যে আমি ফিরছি। এন্ডগেমের পর থেকে এই ধরনের খবর বের হচ্ছে নিয়মিত। কিন্তু সত্যটি হলো আমি এসবে সাড়া দিই না। আমি চরিত্রটি থেকে বেশ আনন্দের সঙ্গেই অবসর নিয়েছি!’

Advertisement

বর্তমান ক্যাপ্টেন আমেরিকা অভিনেতা ম্যাকিও অবাক হয়েছিলেন ইভান্সের ফিরে আসার খবরে। ম্যাকি জানান, ‌‘আমি কিছুদিন আগে ক্রিসের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তার ফেরা হচ্ছে না। তিনি এই চরিত্র থেকে অবসর নিয়ে সুখে আছেন বলে জানান।’

ম্যাকি আরও বলেন, ৬০ বছর বয়সে ক্যাপ্টেন আমেরিকা হতে চান না ইভান্স।

এলআইএ/জিকেএস

Advertisement