অর্থনীতি

বাজেট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে: পরিকল্পনা উপদেষ্টা

বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এবার উন্নয়ন বাজেটে (এডিপি) সংশোধনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশীয় অর্থায়নের চেয়ে বৈদেশিক অর্থায়ন বেশি হবে। যেমন বৈদেশিক ঋণ হবে উন্নয়ন বাজেটের প্রায় ৬০ ভাগ আর দেশীয় অর্থায়ন হবে ৪০ ভাগ। রাজস্ব আয় না বাড়ার কারণে এ উদ্যোগ আছে। তবে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Advertisement

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এদিন সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে একই স্থানে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা। এ সময় পরিকল্পনা সচিবসহ ন্য সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, চীনা প্রকল্পের ঠিকাদাররা রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। আমরা সে অবস্থার পরিবর্তনে কাজ করছি।

Advertisement

আরও পড়ুনমোংলা বন্দরের সুবিধা বাড়ানোসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন সপ্তম একনেক সভা অনুষ্ঠিত 

ড. ওয়াহিদউদ্দিন মহামুদ বলেন, মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ প্রকল্পের চীনের অর্থায়ন আছে। আমরা খতিয়ে দেখেছি এই ঋণের ক্ষেত্রে কোনো দুর্বলতা বা ঠিকাদার নিয়োগে অনিয়ম হয়েছে কি না, সেটি হয়নি। গুরুত্ব বিবেচনা করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প আমাদের সরকারের নয়, গত সরকারের ছিল।

তিনি আরও বলেন, বিদেশি ঋণ বেশি নিলেও সেটি যেন উৎপাদনশীল কাজে লাগানো যায়। বিদেশি ঋণ নিয়ে রপ্তানিমুখী খাতে ব্যয় করা হবে।

তিনি বলেন, চলমান প্রকল্প চলছেই। সেগুলো তো মাঝপথে বন্ধ করা যাবে না। তবে অবকাঠামো অংশ বাদ দিয়ে মানবসম্পদ উন্নয়ন খাতে ব্যয় করা হবে। যেমন- শুধু মেডিকেল কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে । কিন্তু সেগুলো যন্ত্রপাতি পরিচালনা এবং শিক্ষা দেওয়ার মতো দক্ষ শিক্ষক নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ৮০ শতাংশ শিক্ষক নেই। সেজন্য মানবসম্পদ উন্নয়ন করা হবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গত সরকারের মেগা প্রকল্পগুলো বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে এ অর্থবছর থেকেই। আর আগামী অর্থবছরগুলোতে আসল পরিশোধের ব্যাপক চাপ বাড়বে। এরপরও বলবো বিদেশি ঋণ আমাদের জন্য খারাপ নয়। যেমন ভিয়েতনাম অনেক বিদেশি ঋণ নিয়েছিল। কিন্তু তারা তো কোনো সমস্যায় পড়েনি। বিদেশি ঋণ যদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ তৈরি করে তাহলে ভালো।

Advertisement

এমওএস/ইএ/জেআইএম