বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Advertisement
রোববার (২ জানুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ছাড়া ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আখেরি মোনাজাত চলার সময় ইজতেমা ময়দানে ও টঙ্গী স্টেশন রোড এলাকায় দুটি ড্রোন দুর্ঘটনায় পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এসময় হুড়োহুড়িতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ড্রোন উড়ানোর ব্যাপারে গণ বিজ্ঞপ্তি জারি করেছে।
Advertisement
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম