দেশজুড়ে

সাবেক প্যানেল মেয়র ডন গ্রেফতার

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান আহমেদ সাগরকে হত্যা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৫ ডিসেম্বর আদালত জামিন দিলে আবারও পালিয়ে যান ডন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে পাটগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, ডনকে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

Advertisement