একুশে বইমেলা

বইমেলায় সরোজ মেহেদীর ‘মায়াজাল’

আসন্ন অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লেখক ও বিশ্লেষক সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজাল’। জীবনের নানা ঘটনা, দুঃখ-হাসি-কান্না, সমাজে চলা অনিয়ম-অনাচার কখনো মানবিক বোধে, কখনো ব্যাঙ্গাত্মক উপায়ে গল্পে গল্পে তুলে ধরেছেন লেখক। গল্পে গল্পে প্রচলিত শৃঙ্খল ভেঙে দেওয়ার বিদ্রোহের ডাক যেমন দিয়েছেন, আবার শুনিয়েছেন নতুন দিনের আশার কথা।

Advertisement

সৃজন থেকে প্রকাশিত বইটি বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৮৫নং স্টলে পাওয়া যাবে। ১৮০ টাকায় বইটি ক্রয় করতে পারবেন পাঠকেরা। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে।

গত বছরের বইমেলায় সরোজ মেহেদীর করোনায় ভারত ভ্রমণ, বসবাস ও বন্দী জীবনের ভাবনা-দর্শনমূলক বই ‘চেনা নগরে অচিন সময়ে’ সময়ে প্রকাশিত হলে তা পাঠক মহলে ব্যাপক সাড়া জাগায়।

জানতে চাইলে সরোজ মেহেদী বলেন, যে জীবন যাপন করছি; যে স্নেহ, প্রীতি, প্রেম নিয়ে আমাদের রোজকার বন্ধন; যে অনাচার আর অবিচারকে সঙ্গী করে এই দেশে আমাদের দিন গুজরান; সে জীবনটার চারপাশ গল্পে গল্পে উঠে এসেছে। কখনো ব্যঙ্গ প্রকাশে, কখনো বিদ্রোহে। কখনোবা মানবিক বোধে। কখনো-সখনো দুয়ারে এসে উঁকি দিয়েছে প্রেম। পুরুষ মানুষ শেষ পর্যন্ত প্রেমিক বলে কথা! তার জীবনে প্রেম বারবার আসে! সেইসব অনুভূতি আর কথাই পাঠক গল্পে গল্পে খুঁজে পাবেন।

Advertisement

‘এই বই শুধু গল্পচ্ছলে বিনোদন দেয় না। পাঠককে নিয়ে যায় ইতিহাসের কাছে। একটি দুঃসময়ের সাক্ষ্য বহন করে এসব গল্প’, যোগ করেন লেখক।

লেখক সরোজ মেহেদী একাধারে একজন একাডেমিশিয়ান, মিডিয়া বিশ্লেষক, গবেষক ও সাহিত্যিক। তিনি বর্তমানে ইউনিভাসির্টি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে লেকচারার হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-সহ দেশের বেশ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।

২০১৯ সালে জার্মানি থেকে তুর্কি ভাষায় তার প্রথম বই প্রকাশিত হয়। ২০২২ সালে প্রকাশিত হয় করোনায় ভারত ভ্রমণ ও বন্দী জীবনের ভাবনা-দর্শনমূলক বই ‘চেনা নগরে অচিন সময়ে’।

জেএইচ/জিকেএস

Advertisement