জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওয়ানা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
Advertisement
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে রওয়ানা হন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে ২টার দিক থেকেই সেখানে জড়ো হন তারা।
এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান বিন হাদীসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অবিলম্বে সেসবের বিচার করার দাবি জানান।
Advertisement
এমএইচএ/বিএ/জিকেএস