রাজনীতি

৮ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

৮ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

মেহেরপুরে পূর্ণাঙ্গ, সিরাজগঞ্জে সম্মেলন ও ৭ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন যুবদল নেতাকে তুলে নিয়ে হত্যা, লক্ষণ ভালো নয়: ইসলামী আন্দোলন  কর্ণফুলীতে যুবলীগের দুই নেতা গ্রেফতার  ক্ষমতায় থেকে দল গঠন জনগণ গ্রহণ করতে রাজি নন: জিএম কাদের 

এছাড়া রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কেএইচ/এমআরএম/জিকেএস

Advertisement