তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ‘ভিউ ওয়ান্স’ ফিচার ব্যবহারে বিপদ হতে পারে

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। এবার নতুন এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।

Advertisement

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে ‘ভিউ ওয়ান্স’ ফিচার। ছবি, ভিডিও, ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের এক অপশন। অথচ সেই অপশনই ডেকে আনতে পারে বিপদ।

সম্প্রতি এই ফিচারেই ‘ঝুঁকি’ দেখছেন বিশেষজ্ঞরা। কারণ একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে। তবে এই ‘লুপহোল’ অবশ্য কেবল আইফোনেই রয়েছে।

এই বিষয়টিই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কারণ অনেকে স্পর্শকাতর বা গোপন কোনো তথ্য পাঠানোর সময় এই অপশন ব্যবহার করেন ইউজাররা। তারা জানেন একবার দেখার পরই সেটি মুছে যাবে। কোনোভাবেই আর তা দেখা সম্ভব নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি তা নয়। বরং অনায়াসেই সেটি দেখা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ।

Advertisement

তবে ব্যবহারকারীদের নিজেদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেনে নিন কীভাবে ভিউ ওয়ান্স মেসেজ মুছে যাওয়ার পরও সেটা দেখতে পাবেন-

>> হোয়াটসঅ্যাপের সেটিংসে যান।>> সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা। >> তারপর ম্যানেজ স্টোরেজ। >> এরপর স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টসে যান, যাকে আপনি ভিউ ওয়ান্স বার্তাটি পাঠিয়েছেন। সেই নামে ট্যাপ করে বেছে নিন সর্ট বাই। >> তারপর বেছে নিন নিউয়েস্ট ফার্স্ট। এখান থেকে ভিউ ওয়ান্স দৃশ্যমান হলে সেটিকে ফের অ্যাক্সেস করতে পারেন।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

কেএসকে/এমএস