বিবিধ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যাত্রা শুরু করলো ইউক্যান

সিলেট অঞ্চলের প্রথম স্থানীয় যুব সংগঠন হিসেবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় নিবেদিত ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের (ইউক্যান) আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি সিলেট প্রেস ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। নতুন সংগঠনটির প্রতিষ্ঠাতা যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস।

Advertisement

যুধিষ্ঠির বাংলাদেশের তরুণ জলবায়ু অধিকারী। যিনি ৪ বছরের বেশি সময় ধরে জলবায়ু ন্যায়বিচারের জন্য কাজ করছেন। তিনি বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট। বর্তমানে তিনি মক কপের জাতীয় ফোকাল পয়েন্ট এবং ইউনাইটেড ন্যাশন্স বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি গ্রুপের সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

আরও পড়ুনজেসিআই ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন আলতামিশ নাবিল বুয়েটে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

Advertisement

সভাপতিত্ব করেন ইউক্যানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। সঞ্চালনা করেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোশাহিদ মজুমদার। এ ছাড়া বক্তব্য রাখেন ইউক্যানের সমন্বয়ক পূর্ণিমা রানী বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের উদ্যোগ ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা ইউক্যানের উদ্যোগকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জলবায়ু সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

ইউক্যানের প্রধান নির্বাহী যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন, ‌‘জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট মোকাবিলায় জলবায়ুর অধিকার ও ন্যায়বিচার আদায়ে সিলেটের যুবদের নেতৃত্বে আনার জন্য আমরা যুবরাই এ উদ্যোগ শুরু করেছি। আমাদের সংগঠন প্রথমে সিলেট অঞ্চলে কাজ শুরু করলেও ভবিষ্যতে সারাদেশে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চল সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং একে একে হবিগঞ্জ, সিলেটে কার্যক্রম পরিচালনায় আরও অগ্রসর হবো।’

তিনি বলেন, ‘যুবদের অধিকার যুবদেরই আদায় করে নিতে হবে। এ ক্ষেত্রে সব পেশার মানুষকে এগিয়ে এসে এই মহা আন্দোলনে অংশ নিতে হবে। যেমনটা আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছিলাম। আমরা ন্যায়বিচার আদায়ে এবং যুব ক্ষমতায়নে কাজ করে যাবো এ প্রত্যাশা রাখছি।’

এসইউ/

Advertisement