বিনোদন

হুইলচেয়ারে রাশমিকাকে কোথায় নিয়ে যাচ্ছেন ভিকি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি একটি হুইলচেয়ারে বসে আছেন। তার সঙ্গে আছেন নায়ক ভিকি কৌশল। এ ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, এভাবে কোথায় যাচ্ছেন এ নায়িকা? ভিকিই বা তার সঙ্গে কেনো?

Advertisement

জানা গেছে, রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে। এ সিনেমাটির সাংবাদিক সম্মেলন ও এর একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে যাচ্ছেন তারা। রাশমিকা মান্দানা সম্প্রতি জিমে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি এখনো সম্পূর্ণ সেরে ওঠেননি তিনি। তাই তিনি হুইলচেয়ারে বসে প্রচারণায় নেমেছেন। এ সময় ভিকি কৌশল রাশমিকাকে সাহায্য করছেন, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ সিনেমাটি নির্মাণ করেছেন লক্ষ্মণ উতেকর। এটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসা রাশমিকাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন ভিকি। এ সময় ফটো সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরে। তাই পোজ দেওয়ার জন্য এক পর্যায়ে ভিকি হাঁটুগেড়ে রাশমিকার পাশে বসে পড়েন।

‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। ছবি: সংগৃহীত

Advertisement

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, রাশমিকা সিনেমার প্রচারণা অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার সময় ভিকি কৌশল হাসছেন। এ সময় ঢোল বাজিয়ে এ দুই তারকাকে স্বাগত জানানো হচ্ছে।

‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন সালমান খান। ১০ জানুয়ারি সিনেমাটির শেষ লটের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল রাশমিকার। কিন্তু জিমে গিয়ে আঘাত পাওয়ায় শুটিংয়ে অংশ নিতে পারেননি এই অভিনেত্রী।

      View this post on Instagram

A post shared by Ashok Nani (Clicks) (@celebritybuzz___)

রাশমিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানা যায়, ‘সম্প্রতি জিমে গিয়ে আঘাত পেয়েছেন রাশমিকা মান্দানা। বিশ্রামে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যার কারণে তার পরবর্তী প্রজেক্টের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাশমিকা এরই মধ্যে বেশ সুস্থ বোধ করছেন। খুব শিগগির শুটিংয়ে ফিরবেন তিনি।’

Advertisement

      View this post on Instagram

A post shared by Kamlesh Nand (work) (@artistrybuzz_)

আবারও শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ার আগে চিকিৎসকরা সম্পূর্ণ সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী রাশমিকা বিশ্রামে রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমাটি। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির একটি আইটেম গান রাখা হয়েছে। এতে সালমান-রাশমিকাকে পারফর্ম করতে দেখা যাবে।

রাশমিকা মান্দানা সম্প্রতি জিমে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ছবি: সংগৃহীত

‘সিকান্দার’ সিনেমা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান-রাশমিকার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত বছর ১২ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেন কাজল। সিনেমাটির শেষ লটের শুটিং মুম্বাইয়ে হবে। চলতি বছর ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এমএমএফ/এএসএম