বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হওয়া বিদ্যমান সব সীমান্ত চুক্তিকে সম্মান দেখানো হবে বলে আশা করছে নয়াদিল্লি। শুক্রবার (৩১ জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
Advertisement
আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে ৫৫তম সম্মেলন। তার আগে, গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের বিজিবি-বিএসএফ সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের ‘টোন’ (কণ্ঠস্বর) ভিন্ন হবে।
দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত চুক্তিগুলো ‘অসম’ উল্লেখ করে সেগুলো সংশোধনের জন্য আলোচনার কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন>>
Advertisement
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, আগামী মাসে দিল্লিতে বিজিবি-বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন হবে। সেই সময় সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। আমরা আশা করি, পারস্পরিকভাবে সম্মত সব সমঝোতা স্মারক এবং চুক্তিকে সম্মান দেখানো হবে।
রণধীরের মতে, এই চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করে; বিশেষ করে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। চুক্তিগুলো সীমান্তে পারস্পরিকভাবে উপকারী নিরাপত্তা এবং বাণিজ্য অবকাঠামো তৈরিতেও সহায়তা করে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমাদের বক্তব্য হলো, আমরা ফেব্রুয়ারিতে বিএসএফ এবং বিজিবির মধ্যে আলোচনা করবো। আশা করি, সেখানে পারস্পরিকভাবে সম্মত সব সমঝোতা স্মারক এবং চুক্তি সম্মানিত হবে।
কেএএ/
Advertisement