বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মোট তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।
Advertisement
শুক্রবার দিবাগত রাতে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তার নাম ইয়াকুব আলী (৬০)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।
শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে তার খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী মৃত্যুবরণ করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
Advertisement
এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬নং খিত্তায় ইন্তেকাল করেন ছাবেদ আলী নামে এক মুসল্লি। এছাড়া এদিন সকাল সাড়ে দশটার দিকে খুলনা জেলার আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লি মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় শনিবার সকাল পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম