রাজধানীর বাড্ডা এলাকা থেকে দুই চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
Advertisement
তারা হলেন, মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাস (২৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, বাড্ডা থানার আনন্দনগর ছাব্বিশ কলোনি আলমগীরের মুদি দোকানের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
Advertisement
আরও পড়ুন
মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী গ্রেফতারএমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার চৌকস টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সাগর ও রনিকে ছুরি ও চাকুসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার দুইজন চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রি ও বহু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা থানা, হাতিরঝিল ও খিলগাঁও থানায় চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতার রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও তাদের সহযোগী অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
Advertisement
টিটি/এসআইটি/এমএস