রাজধানীর ঢাকা চকবাজার এলাকায় তিনটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
Advertisement
রোববার (২৬ জানুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনচট্টগ্রামে ১৩৮ প্রজাতির কচ্ছপ উদ্ধারবন অধিদপ্তরের অভিযানে ৭৪ প্রাণী উদ্ধারএতে বলা হয়েছে, রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা মহানগরের চকবাজার ও নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ২১টি মামলার মাধ্যমে এক লাক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক ২ হাজার ৩৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
Advertisement
আরএএস/এমআরএম/জেআইএম