যেভাবে ছুটছিলেন, রেকর্ডটা অবধারিতই ছিল। তাসকিন আহমেদ সেই রেকর্ড গড়েই ছাড়লেন। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন ডানহাতি এই পেসার।
Advertisement
রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে এই মাইলফলকে নাম লিখিয়েছেন দুর্বার রাজশাহী অধিনায়ক। রাকিবুল হাসানকে এলবিডব্লিউ করে এবারের আসরে নিজের ২৪ নম্বর উইকেট তুলে নেন তাসকিন।
২০১৮-১৯ বিপিএলে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন সেই রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।
এমএমআর/জিকেএস
Advertisement