খেলাধুলা

শেলটনকে হারিয়ে ফাইনালে জভেরেভের সঙ্গী সিনার

অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককের প্রথম সেমিফাইনালে নোভাক জোকোভিচ প্রথম সেটের খেলা শেষে সরে দাঁড়ালে ওয়াকওভার পেয়ে ফাইনালে যান আলেক্সান্ডার জভেরেভ।

Advertisement

দ্বিতীয় সেমিতে যুক্তরাষ্ট্রের তারকা বেন শেলটনকে হারিয়ে ফাইনালে ওঠেছেন ইয়ানিক সিনার। আজ শুক্রবার রোড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে শেলটনকে ৭-৬ (২), ৬-২, ৬-২ গেমে হারান সিনার। সে হিসেবে র‍্যাংকিংয়ের এক ও দুই নম্বর তারকার মধ্যে আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

হার্ড-কোর্টের গ্র্যান্ডস্লামে এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে উঠলেন সিনার। এর আগে ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জিতেছিলেন এই ইতালিয়ান।

এর আগে প্রথম সেমিফাইনালে এক সেটের পরই ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় জোকোভিচকে দুয়ো দেন দর্শকরা। খেলা দেখার আশায় টিকিট কেটে গ্যালারিতে প্রবেশ করেছিলেন তারা। কাঙ্ক্ষিত লড়াই দেখতে না পেরে হতাশা থেকেই এমন কাণ্ড করেন ভক্তরা।

Advertisement

মূলত চোটের কারণে সেমি থেকে সরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ। প্রথম সেটের খেলা চলাকালীন বাঁ পায়ে চোট পান তিনি। পরে জোকোভিচ বলেন, ‘প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল। এই মুহূর্তে এটা সামলে (খেলার মতো) পরিস্থিতিতে আমি নেই। আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই, তিন কিংবা চার ঘণ্টা তার সঙ্গে লড়াইয়ের পাহাড় ডিঙাতে হতো, যেটা আজ আমার ভেতরে নেই।’

জোকোভিচকে লক্ষ্য করে দর্শকদের দুয়োধ্বনিকে ভালোভাবে নেননি তারই প্রতিদ্বন্দ্বী জভেরেভ। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সবার আগে যে কথাটা বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি, সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই। কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে, ২০ বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। তার এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো, সত্যি সত্যিই সেটা অসম্ভব।’

এমএইচ/

Advertisement