জয়পুরহাটে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে এসব আলামত।
Advertisement
সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসক ভবনের এক পাশে মামলার আলামত সংরক্ষণের ঘর-বারান্দা ও খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে এসব আলামত।
অ্যাডভোকেট নুর-ই আলম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, মামলার আলামতগুলো ছড়িয়ে-ছিটিয়ে না রেখে আদালত প্রাঙ্গণে সংরক্ষণ করলে ভালো হয়। এতে আলামতগুলো বিচার কাজের সময় দ্রুত পেতে সহজ হতো।
জয়পুরহাট জেলার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, জেলার গুরুত্বপূর্ণ ট্রেজারি অফিসের সামনে ঘরে-বাহিরে এসব আলামত স্তূপ করে রাখায় গুরুত্বপূর্ণ নথি রাখতে হয়েছে নিরাপত্তাহীন অফিসের বাহিরে। এসব নথিপত্র ও পরিত্যক্ত অবস্থায় আলামত থেতে দুর্ঘটনার আশঙ্কায় রয়েছি।
Advertisement
আরও পড়ুন
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে শাহবাগ থানার মামলার আলামত কোকেন আটক : সকল আলামত সংরক্ষণের নির্দেশ সীমাবদ্ধতার মধ্যেও সফল সিআইডির রাসায়নিক পরীক্ষাগারজয়পুরহাট আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহানুর রহমান শাহিন বলেন, আলামত অরক্ষিত থাকায় মামলা পরিচালনায় ধীরগতিসহ ন্যায় বিচারে আস্থা হারানোর সুযোগ তৈরি হয়। তা মামলার সব আলামতগুলো আদালতের পাশে রাখা ভালো।
এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জাগো নিউজকে বলেন, আদালতের নিজস্ব স্থান সংকুলান না হওয়ায় জেলা প্রশাসক ভবনের পাশে রাখা হয়েছে এসব আলামত। তবে আদালত ভবনে পর্যাপ্ত জায়গা থাকা স্বত্বেও গুরুত্বপূর্ণ এসব জিনিস নষ্ট হচ্ছে। এজন্য একদিকে বাড়ছে ঝুঁকি ও অন্যদিকে বাড়ছে সেবা প্রত্যাশীদের ভোগান্তি।
আরএইচ/এমএস
Advertisement