দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে আলামিন নামের এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
কৃষক আলামিন উপজেলার ধর্মপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিলেন। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের বিষয়টি জানান।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান। পরে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে আলামিনকে ছেড়ে দেয় বিএসএফ।
Advertisement
লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম যুবক আলামিনকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস