রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় সজল রাজবংশী (৩৫) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
Advertisement
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
আহত সজলের ভাই জয় রাজবংশী জাগো নিউজকে বলেন, আমার ভাইয়ের কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্স নামে একটি সোনার দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে হাজারীবাগের বেড়িবাঁধ যাওয়া মাত্রই অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে বাম পায়ে গুলি করে এবং তার কাছে থাকা ব্যাগ নিয়ে যায়। ওই নগদ টাকা সোনা ছিল। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তিনি এখন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগের বেড়িবাঁধ সেকশন এলাকা থেকে এক জুয়েলারি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম পায়ে গুলি লেগেছে।
Advertisement
তিনি আরও বলেন, শুনেছি তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই ব্যাগে কত টাকা ও সোনা ছিল বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাজী আল-আমিন/এমএএইচ/