দেশজুড়ে

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বেনাপোলে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বেনাপোলের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের জানান, পতাকা বৈঠকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের ও বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।

কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোনো কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি-বিএসএফ এখন থেকে কোনো সংস্কার ও উন্নয়ন কাজ করার আগে উভয় পক্ষ অনুমতি নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Advertisement

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম