জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
বৃহস্পতিবার দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম মামলা করেন।
অভিযুক্ত আবু জাফর রজ্জব দিনাজপুর শহরের বাহার বাজার এলাকার মৃত নুরুল ইসলাম মানুর ছেলে। তিনি মেসার্স রূপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
মামলার বিবরণে জানা যায়, আবু জাফর রজ্জব ২০২১ সালের ১৬ জুন দুদকের নির্দেশে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫ লাখ ১৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার স্থাবর ও ২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৯২০ টাকার অস্থাবরসহ ১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ১৪৭ টাকার দায়দেনার হিসাব বিবরণী দাখিল করেন। কিন্তু তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ৪৯ লাখ ১৮ হাজার ৭০৬ টাকার সম্পদ গোপন করেছেন। এছাড়া তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
Advertisement
কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়।
দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম দীর্ঘ তদন্তের পর কমিশনের অনুমতি সাপেক্ষে বাদী হয়ে এজাহার দাখিল করেন।
দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস
Advertisement