আন্তর্জাতিক

নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ শান্তিরক্ষী দরকার হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপের অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন জিলেনস্কি। সেখানে তিনি ইউরোপের নেতাদের মহাদেশটি রক্ষার আহ্বানও জানান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের একদিন পরেই এমন তথ্য জানালেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউরোপ থেকে সর্বনিম্ন অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন। অন্যথায় কিছুই হবে না।

ক্ষমতায় গেলে প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

তাই অভিষেক দিনেই এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান।

উত্তরে ট্রাম্প বলেছেন, দেখেন এখনো আমার পূর্ণ দিন হয়নি। এখনো আমার কাছে দিনের অর্ধেক সময় রয়েছে।

ট্রাম্প আরও বলেছেন, আমি মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম