পরিবেশ দূষণের অভিযোগে পাবনার বেড়া উপজেলায় কালি উৎপাদনের সেই কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
অনাদায়ে কারখানার সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এর আগে ১৬ জানুয়ারি ‘কালি উৎপাদন কারখানার ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, ফসলের ক্ষতি’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্তে প্রাথমিক সত্যতার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
Advertisement
উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে কালি উৎপাদন করে পরিবেশ দূষণ করছিল কারখানাটি। ফলে আশপাশের পরিবেশ ও প্রাণ প্রকৃতি বিপর্যয়ের মুখে ছিল। এছাড়া কোনো ধরনের অনুমোদন না থাকায় কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আ. মমিন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার বছর আগে বেড়া উপজেলার রুপপুর ইউনিয়নের ধর্মগঞ্জ গ্রামে সাত বিঘা ফসলি জমিতে ‘ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ’ নামের একটি কোম্পানি কালি উৎপাদনের কারখানা স্থাপন করে। যার মালিকানা কাশিনাথপুরের আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি।
ওই কারখানায় বিশাল আকারের ২৪টি চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হয়। প্রতিটি চুল্লিতে পাটকাঠি পোড়ানো হয় ৭৫-৮০ মন করে। এর ফলে প্রচুর ধোঁয়া হয়। এই ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হয়ে এলাকাবাসী হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন। এছাড়া নষ্ট হচ্ছে ফসলি জমি।
Advertisement
আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/জিকেএস