দেশজুড়ে

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

Advertisement

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজী দিপু (৪০) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কালনী গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও চলমান দুপক্ষের মধ্যে।

বুধবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস