দেশজুড়ে

মেঘনায় অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড জব্দ, আটক ৮

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড ও আটজনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এম. ফজলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টার দিকে কোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান চালায়। এসময় হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড জব্দ করে। এসময় আটজনকে আটক করা হয়।

পরে জব্দ বাল্কহেড ও আটক আসামিদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এ কর্মকর্তা।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

Advertisement