অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির ফেডারেল চ্যান্সেলর প্রধান এবং বিশেষ কার্যাবলির ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শ্মিট।
Advertisement
বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় নেতা যৌথ লক্ষ্য অর্জন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অংশীদারত্বের গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক তিমোর-লেসতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎচার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
Advertisement
এরই মধ্যে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আগামী ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।
এমইউ/এসএনআর/এমএস