পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ’ সরকারিকরণের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে, কলেজটি সরকারিকরণে আর কোনো আইনি বাধা নেই।
Advertisement
এ সংক্রান্ত বিশেষ শুনানি নিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপেল বিভাগ এ আদেশ দেন। আদালতে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সিমন্তি আহমেদ ও অ্যাডভোকেট আকতার রসুল মুরাদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে, মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবের করা এক রিটের শুনানি শেষে ২০১৭ সালের জুলাই মাসে হাইকোর্ট অগ্রাধিকার ভিত্তিতে ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ’ সরকারিকরণের রায় দেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। সেই আপিলের পূর্ণাঙ্গ শুনানি শেষে খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সরকারিকরণে আর আইনি বাধা রইলো না বলে জানান কলেজ পক্ষের আইনজীবী।
Advertisement
মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল ডিগ্রি লাভ করেন।
মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ থেকে নির্বাচিত হন তিনি। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক প্রতিষ্ঠান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ২০০০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
এফএইচ/এসএনআর/এএসএম
Advertisement