তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে সরানো হয়েছে। রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন বলে সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Advertisement
এর আগে মাসুদা ভাট্টিকে সরানোর জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দেয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।
মাসুদা ভাট্টিকে সরানোর প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সামনে তথ্য কমিশনার মাসুদা ভাটির ‘গুরুতর অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদসহ ১৬ দফা (৬) ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।
মাসুদা ভাট্টি আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি তথ্য কমিশনার নিয়োগ পান।
Advertisement
আরএমএম/এমএএইচ/এমএস